সঠিক উত্তর হচ্ছে: রাইফেলের নাম
ব্যাখ্যা: এনফিল্ড হলো একটি রাইফেলের নাম। এটি ১৮৫৬ সালে ভারতীয় বাহিনীতে প্রবর্তন করা হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করাতে হতো। কিন্তু গুজব রটে যে এর গুলির কার্তুজ গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। ফলে ভারতীয় মুসলিম ও হিন্দু সৈনিকরা এ রাইফেলের প্রবর্তনকে তাদের ধর্মনাশের অংশ হিসেবে দেখে। এ ঘটনাকে সিপাহী বিদ্রোহের আশু কারণ হিসেবে বিবেচনা করা হয়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)