সঠিক উত্তর হচ্ছে: ১৮২৯ সালে
ব্যাখ্যা: সতীদাহ প্রথা রহিত হয় ১৮২৯ সালে।\nরাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। হিন্দু সমাজে প্রচলিত সহমরণ প্রথা বা সতীদাহ প্রথা রোধের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় হিন্দু শাস্ত্রের নানা প্রমাণ দাখিল করে সরকারি পর্যায়ে এই কুপ্রথা বিলোপের প্রয়াস পান।