ব্যাখ্যা: নঞর্থক অব্যয় পদের সাথে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নঞর্থক বহুব্রীহি সমাস বলে। যেমন: নেই ধর্ম যার = অধর্ম; নাই অন্ন যার= নিরন্ন; নাই তার যার = বেতার; নাই হুঁশ যার= বেহুঁশ ইত্যাদি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।