সঠিক উত্তর হচ্ছে: বেল ল্যাব
ব্যাখ্যা: UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান হল বেল ল্যাব।\nবেল ল্যাবরেটরীজ ১৯৬৯ সালে মেইনফ্রেম কম্পিউটার এর জন্য UNIX অপারেটিং সিস্টেম তৈরি করে। UNIX হচ্ছে বিভিন্ন পর্যায়ের কম্পিউটারে ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম। মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রো কম্পিউটারে UNIX অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়।\n\n[Source-Unix.org]