সঠিক উত্তর হচ্ছে: মেজর এএনএম নূরুজ্জামান
ব্যাখ্যা: সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে ৩ নম্বর সেক্টর। সদরদফতর ছিলো হেজামারা। একাত্তরের ১০ এপ্রিল থেকে ২১ জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার পদে সক্রিয় ছিলেন মেজর কে এম শফিউল্লাহ। এরপর মেজর এএনএম নূরুজ্জামান ২৩ জুলাই, ১৯৭১ থেকে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২ পর্যন্ত দায়িত্ব পালন করেন।\n\nমেজর মীর শওকত আলী - সেক্টর - ৫ \nমেজর কাজী নূরুজ্জামান - সেক্টর - ৭ \nমেজর এম এ জলিল - সেক্টর - ৯