সঠিক উত্তর হচ্ছে: ১৭
ব্যাখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত ১০০ x ৫ = ২০টি সংখ্যা আছে যাদেরকে ৫ দিয়ে ভাগ করা যায়। এখানে ১৫ থেকে শুরু তাই ১৫ এর পূর্বের ৫ ও ১০ দুটি সংখ্যা বাদ এবং শেষে ৯৬ এর থেকে বড় ১০০ সংখ্যাটি বাদ। সুতরাং ১ থেকে ৯৬ পর্যন্ত মোট ২০ - ৩ = ১৭টি সংখ্যা আছে যাদেরকে ৫ দিয়ে ভাগ করা যায়।