সঠিক উত্তর হচ্ছে: বিষমীভবন
ব্যাখ্যা: বিষমীভবন ও ব্যঞ্জনচ্যুতি________________
\n\nবিষমীভবন : দুটো সমবর্ণের ব্যঞ্জনধ্বনির একটির পরিবর্তন হলে তাকে বিষমীভবন বলে। যেমন-
\n\n? শরীর ˃ শরীল [দুটো সমবর্ণের ধ্বনির (দুটো ‘র’) একটির পরিবর্তন হলো] [বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রভাষক: ১৭]
\n\n? লাল ˃ নাল [দুটো সমবর্ণের ধ্বনির (দুটো ‘ল’) একটির পরিবর্তন হলো] [সরকারি মাধ্যমিক বিদ্যা. সহ. শি: ০৯]
\n___________________________________
\n\nব্যঞ্জনচ্যুতি :দুটো সমবর্ণের ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ‘ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন-
\n\n? বড় দিদি ˃ বড়দি [দুটো সমবর্ণের ধ্বনির (দুটো ‘দি’) একটি লোপ পেল]
\n? বড় দাদা ˃ বড়দা [দুটো সমবর্ণের ধ্বনির (দুটো ‘দা’) একটি লোপ পেল]