সঠিক উত্তর হচ্ছে: মিশ্র ক্রিয়া
ব্যাখ্যা: সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া:\n\nবিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর্, মার্ প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। যেমন\nআমরা তাজমহল দর্শন করলাম।\nছেলেটি গোল্লায় গেছে।\nতোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।\nমাথা ঝিম ঝিম্ করছে।\nউৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ দুভাগে বিভক্ত। যথা— মৌলিক ও কৃদন্ত।