সঠিক উত্তর হচ্ছে: উজানে মৃত্যু
ব্যাখ্যা: উজানে মৃত্যু সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত একটি নাটক। ১৯৬৬ সালে এটি প্রকাশিত হয়। নাটকের মূখ্য বিষয় আধুনিক সভ্যতার অন্তঃশুণ্যতা, এর ক্লান্তিকর পথ পরিক্রমা,নিরাশাবাদী,ভাব কিন্তু সুখের জন্যে অসীম প্রতীক্ষা। এটি মূলত একটি এবসার্ড নাটক। গ্রামীণ আবহে নৌকা ও নদীর আবহে পুরো নাটকটি রচিত হয়েছে।[তথ্যসূত্রঃভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ]