সঠিক উত্তর হচ্ছে: ৮
ব্যাখ্যা: চর্যাপদের অন্যতম কবি ভুসুক পা মোট ৮ টি পদ রচনা করেছিলেন। তিনি নিজেকেও বাঙালি বলে পরিচয় দিতেন। চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কাহ্নপা(১৩) টি। এছাড়া সরহপা(৪) টি, লুইপা(২), শান্তিপা(২) কুক্কুরীপা(২) করে পদ রচনা করেন। লড়ীডোম্বীপার কোন পদ পাওয়া যায়নি। [তথ্যসূত্র ঃসাহিত্য জিজ্ঞাসা -সৌমিত্র শেখর]