সঠিক উত্তর হচ্ছে: ১৩
ব্যাখ্যা: কাহ্নপাদ (আনুমানিকঃ ১০ম শতক) [ কাহ্ন পা বা কনহপা বা কাহ্নিল পা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য্য নামেও ডাকা হয় ] চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন।\n\n বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক ১৩টি পদের রচয়িতা।