সঠিক উত্তর হচ্ছে: হিত্তিক ও তুখারিক
ব্যাখ্যা: পৃথিবীর সমস্ত ভাষাবংশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে অন্যতম একটি ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ। ভাষাতত্ত্বের বিচারে ইন্দো- ইউরোপিয়ীয় ভাষা বংশকে প্রধাণত দুইভাগে ভাগ করা হয়েছে। ১। কেন্তুম ও ২। শতম। কেন্তুম ভাগের মধ্যে থাকা হিত্তিক ও তুখারিক ভাষা শাখাগুলো এশিয়ার অন্তর্ভুক্ত। বাকি অপশনগুলো শতম শাখার আলোচনার অন্তর্ভুক্ত।