সঠিক উত্তর হচ্ছে: কবিতা
ব্যাখ্যা: বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা \'কবিতা\' বিশেষভাবে কবিতা এবং কবিতা বিষয়ক আলোচনা হতো। ১৯৩৫-এ শুরু হয়ে তিন দশক ধরে বাংলা কবিতার গতি প্রকৃতি সবার কাছে তুলে ধরতে দারুন ভূমিকা রেখেছে। ১৯৬১ সালে পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায়। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]