সঠিক উত্তর হচ্ছে: অনিল
ব্যাখ্যা: সমার্থক বলতে বুঝায় সমান অর্থ। অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym. উদাহরণ - অশ্রু: চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ।