সঠিক উত্তর হচ্ছে: রূপজালাল
ব্যাখ্যা: নবাব ফয়জুন্নেসা জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি। কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেন। সাহিত্যিক হিসেবে ফয়জুন্নেসার পরিচিতি আছে। গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা। এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনী স্থান পেয়েছে। এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দুখানি কাব্যের কথাও জানা যায়। উৎস: বাংলাপিডিয়া।