সঠিক উত্তর হচ্ছে: নরওয়ে
ব্যাখ্যা: পরিবেশ নিয়ে নানা পদক্ষেপ \r\n\r\n? ১০০ কোটি গাছ ও কার্বন নিঃসরণের পরিমাণ ২০৫০ সালের মধ্যে শূন্যে আনার ঘোষণা দিয়েছে— নিউজিল্যান্ড। \r\n\r\n? গাছ কাঁটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে— নরওয়ে।\r\n\r\n? ২০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে— কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। \r\n\r\n? আমাজনে আগুন লাগলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রাজিলকে সাহায্যের ঘোষণা করেন ২০০ কোটি ডলার। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো তা প্রত্যাখ্যান করেন।