সঠিক উত্তর হচ্ছে: কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা: জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল হলো কার্টাগেনা প্রটোকল। এটি ২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়। এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে।
এতে ১০৩টি দেশ স্বাক্ষর করলেও চুক্তিটি অনুমোদন ও গ্রহণ করেছে ১৭৩টি দেশ। বাংলাদেশ ২৪ মে ২০০০ এতে স্বাক্ষর এবং ৫ ফেব্রুয়ারি ২০০৪ এটি অনুমোদন করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)