সঠিক উত্তর হচ্ছে: নেপাল
ব্যাখ্যা: এতদিন বিশ্বের সর্বোচ্চ হ্রদ হিসেবে পরিচিত ছিল হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা রেঞ্জের লেক তিলিচো৷ এটির অবস্থান ৪৯১৯ মিটার উচ্চতায়। কিছুদিন আগে হিমালয়ে ট্রেকিংয়ে গিয়ে নেপালের মানাংয়ের কাছে একখণ্ড জলরাশি চোখে পড়ে পর্বতারোহীদের৷ তখন তাঁরা প্রায় ৫০০০ মিটার উপরে৷ নাম কাজিন সারা৷ কাজিন সারা লেকটি ১৫০০ মিটার দীর্ঘ, ৬০০ মিটার চওড়া৷ ৫২০০ মিটার উচ্চতায় অবস্থিত৷ এবং সম্ভবত এটিই বিশ্বের সর্বোচ্চ হ্রদ৷