সঠিক উত্তর হচ্ছে: কবর
ব্যাখ্যা: কবর মুনীর চৌধুরী রচিত (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।\nএটি প্রথম মঞ্চায়ক হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। যেখানে জেল বন্দীরা এতে অংশগ্রহন করেন।\n\n[তথ্যসূত্রঃ পত্রিকা]