সঠিক উত্তর হচ্ছে: ১৮০
ব্যাখ্যা: এখানে মোট বর্ণ আছে 7 টি, স্বরবর্ণ আছে 3 টি । স্বরবর্ণগুলোকে একত্রে রেখে একটি বর্ণ ধরলে মোট বর্ণ হয় 5 টি যার, মাঝে C আছে 2 টি। তাহলে বিন্যাস সংখ্যা হয় = 5!/2! = 60, আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় =3!/2! = 3 প্রকারে। সুতরাং SCIENCE শব্দটির স্বরবর্ণগুলো একত্রে নিয়ে মোট বিন্যাস সংখ্যা = 60 × 3 = 180টি।