নিচের অপশন গুলা দেখুন
- মুনায়েম খান
- টিক্কা খান
- আইয়ুব খান
- ইয়াহিয়া খান
"এ দেশের মানুষ চাই না, মাটি চাই" উক্তিটি পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খানের। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরুর পর এই উক্তিটি বলেছিলেন। ইয়াহিয়া খান মনে করতেন যে পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতা চায় না, তারা শুধুমাত্র তাদের মাতৃভূমি পাকিস্তানে থাকতে চায়। তিনি এই উক্তিটি বলে পাকিস্তানি সেনাবাহিনীকে গণহত্যার অনুমতি দিতে চেয়েছিলেন।
ইয়াহিয়া খান ১৯৬৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হন। তিনি পূর্ব পাকিস্তানের সঙ্গে বৈষম্যের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন। এর ফলে পূর্ব পাকিস্তানে স্বাধীনতার দাবি জোরালো হয়ে ওঠে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। এই গণহত্যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবি দমন করা। গণহত্যার ফলে প্রায় তিন মিলিয়ন মানুষ নিহত হয়।
ইয়াহিয়া খানের "এ দেশের মানুষ চাই না, মাটি চাই" উক্তিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই উক্তিটি পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার প্রমাণ। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি কালজয়ী উক্তি।