সঠিক উত্তর হচ্ছে: অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা: প্রসিদ্ধ গিতিকার ও সুরকার হিসেবে পরিচিত অতুল্প্রসাদ সেন রচিত গানগুলো তিনভাগে বিভক্ত- স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান। তার “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!”- গানটি ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলে।