সঠিক উত্তর হচ্ছে: দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
ব্যাখ্যা: সুবর্ণ মধ্যক ’ হলো একটি দার্শনিক পরিশব্দ । ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক ( Golden mean ) বলেছেন । যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব । এই দুই অবস্থার মাঝামাঝিটি \' \' সুবর্ণ মধ্যক \' (তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন ১মপত্র- একাদশ ও দ্বাদশ শ্রেণি)