সঠিক উত্তর হচ্ছে: স্কটল্যান্ড
ব্যাখ্যা: ফ্যাক্স (Fax)
\nফ্যাক্স (FAX) ইংরেজি ফ্যাকসিমিলি (FACSIMILE) শব্দের সংক্ষিপ্তরূপ। একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা কোন কাগজ বা দলিলের ছবি ডিজিটাল পদ্ধতির টেলিফোন তারের সহায়তায় দূরমুদ্রণে সক্ষম। ফ্যাক্স মেশিন ছবি বা দলিলের ইলেক্ট্রনিক প্রতিচিত্র তৈরী, প্রেরণ, গ্রহণ ও মুদ্রণে সক্ষম একটি যন্ত্র। টেলিফোন লাইনে ফ্যাক্স যন্ত্র বসানোর মাধ্যমে এটি ব্যবহার হয়। ১৯৪২ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন। ১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক ব্ল্যাকওয়েল এবং ১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন (Korn) এর উন্নত রূপ দান করেন।\n