সঠিক উত্তর হচ্ছে: পথের দাবী
ব্যাখ্যা: পথের দাবী(১৯২৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস।
- কাহিনীর পটভূমিকায় ছিলো ব্রহ্মদেশ।
- এক বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র।
- প্রকাশিত হবার সাথে সাথে এটি সরকার কর্তৃক নিষিদ্ধ হয়।
- পরবর্তীতে \'বঙ্গবাণী\' পত্রিকায় ১৩২৯ এর ফাল্গুন মাসে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
শরৎচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাস
- বড়দিদি
- বিরাজবৌ
- বিন্দুর ছেলে
- পরিণীতা
- মেজ দিদি
- পল্লী-সমাজ
- বৈকুন্ঠের উইল
- শ্রীকান্ত
- দেবদাস
- চরিত্রহীন
- দত্তা
- গৃহদাহ
- বামুনের মেয়ে
- দেনা পাওনা
- পথের দাবী
- শেষ প্রশ্ন
- বিপ্রদাস
- শুভদা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।