সঠিক উত্তর হচ্ছে: প্রযোজক ধাতু
ব্যাখ্যা: সঠিক উত্তর প্রযোজক ধাতু।মৌলিক ধাতুর পররে প্রেরনার্থ ( অপরকে নিয়োজিত করা অর্থে) \'আ\' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই প্রযোজক বা নিজন্ত ধাতু যা কখন ও কখন ও কর্মবাচ্যের ধাতু বলা হয়।অন্যদিকে নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে \'আ\' প্রত্যয় যোগে গঠিত ধাতু এবং সংযোগমূলক ধাতু হলো বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে ,পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে গঠিত ধাতু।যেমন - ঘুম (বিশেষ্য) + আ + ক্রিয়া বিভক্তি = ঘুমাচ্ছে ( নাম ধাতু)।যোগ (বিশেষ্য ) + কর (ধাতু) = যোগ কর (সংযোগমূলক ধাতু)\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই সপ্তম শ্রেণী]