সঠিক উত্তর হচ্ছে: A এর টান বা শক্তির দ্বিগুণ
ব্যাখ্যা: এখানে A পুলির ক্ষেত্রে উভয়দিকে টান/শক্তি সমান হবে অর্থাৎ A এর ওজন সমান দুইভাগে ভাগ হয়ে দুইদিকের টান প্রকাশ করবে, ঠিক তদ্রুপ B এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। যেহেতু B এর বামপার্শ্বের টান আর A এর টান সমান।সুতরাং B এর ওজন যে দুটি টানে ভাগ হবে, সে দুটি টান আবার A এর টানের সমান অর্থাৎ B এর ওজন হবে A এর টানের দ্বিগুণ।