সঠিক উত্তর হচ্ছে: চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা:
\n\n
ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস\r\n\r\n\'চিলেকোঠার সেপাই\'। এই উপন্যাসে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।