সঠিক উত্তর হচ্ছে: উ থান্ট
ব্যাখ্যা: উ থান্ট এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। তিনি ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেস, তিনি পর্তুগালের নাগরিক। (তথ্যসূত্র-উইকিপিডিয়া)