সঠিক উত্তর হচ্ছে: তথ্যের উপর নিয়ন্ত্রণ থাকে না
ব্যাখ্যা: ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা সমুহ:\n১। ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপলিকেশন এর উপর নিয়ন্ত্রণ থাকে না।\n\n২। এটি দ্রুতগতি সম্পন্ন নয়।\n\n৩। আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়।\n\n৪। ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা তার সার্ভিস থেকে বঞ্চিত হন।\n\n৫। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে।\n\n৬। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না।\n\n[তথ্যসূত্রঃ দ্বিতীয় অধ্যায় পাঠ-১১: ক্লাউড কম্পিউটিং, HSC]