নিচের অপশন গুলা দেখুন
- ২২
- ১৫
- ২০
- ১৮
UNEPএর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচী। প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাঃ ৫ জুন, ১৯৭২ সাল
সদস্য সংখ্যাঃ জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ কর্তৃক অনুমোদিত
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ United Nations Conference on the Human Environment বা Stockholm Conference
সদর দপ্তরঃ নাইরোবি, কেনিয়া
বিশেষ তথ্যঃ
➣ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক - Champion of the Earth প্রদান করা হয় এই সংস্থা থেকে।
➣ বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক): Inger Andersen (ফেব্রুয়ারি, ২০১৯ - বর্তমান)। তিনি ডেনমার্কের নাগরিক।
➣ UNEP - এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে “বিশ্ব পরিবেশ দিবস” হিসেবে পালন করা হয়।
➣ The United Nations Environment Assembly হচ্ছে এর পরিচালনা পর্ষদ এবং এটি প্রতি দুই বছর পর পর বৈঠকে বসে।
➣ UNEP - ২০টি ক্ষেত্র নিয়ে কাজ করে। উল্লেখযোগ্য ক্ষেত্র - বায়ু, জৈব নিরাপত্তা, রাসায়নিক ও বর্জ্য পদার্থ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, সবুজ অর্থনীতি, সামুদ্রিক পরিবেশ ইত্যাদি।
উৎসঃ HelloBCS Content (upcoming)