সঠিক উত্তর হচ্ছে: রত্নাবতী
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের \'রত্নবতী\' বাঙ্গালি মুসলমানদের লেখা প্রথম উপন্যাস। \'লীলাবতী\' দীনবন্ধু মিত্র রচিত নাটক, \'আনোয়ারা\' নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত উপন্যাস এবং \'রায়নন্দিনী\' সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস।