সঠিক উত্তর হচ্ছে: গামছা
ব্যাখ্যা: ধ্বনি পরিবর্তন এর ক্ষেত্রে পরিবর্তিত শব্দের মাঝখানে যদি স্বরবর্ণের লোপ হয় তবে এই পরিবর্তনকে মধ্য স্বরালোপ বলে। যেমন-বসতি(ব+অ+স+অ+ত+ই) > বস্তি(ব+অ+স+ত+ই), জানালা > জান্লা প্রভৃতি। \'গামছা\' শব্দে মধ্য স্বরালোপ ঘটেছে। গামোছা> গামছা শব্দটি এসেছে।