সঠিক উত্তর হচ্ছে: নাইট্রোজেন
ব্যাখ্যা: গাছের পাতা পীত বর্ণ ধারণ করে নাইট্রোজেনের অভাবে।\n\nনাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতাগুলো হলুদ হয়ে যায়। কচি পাতা গুলো শেষে হলুদ হয় এবং পীতবর্ণ ধারণ করে। পাতার বর্ণ পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলা হয়।