সঠিক উত্তর হচ্ছে: ২০১৮
ব্যাখ্যা: ১৬ মার্চ ২০১৮ বাংলাদেশ, লাওস, ও মিয়ানমার এই তিনটি দেশকে LDC থেকে উত্তরণে মানদন্ড পূরণ করেছে বলে অবিহিত করা হয়। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার জন্য মাথা পিছু আয়, মানব উন্নয়ন ও অর্থনৈতিক অঙ্গুরতা এই তিন সূচকের যেকোন দুটিতে সিপিডি(Committee for Development policy) নির্ধারিত যোগ্যতা অর্জন করতে হয়। বাংলাদেশ এই ধারাবাহিকতা আরও তিনি বছর অব্যহত রাখতে পারলে তিন বছর পর ২০২১ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সুপারিশ করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল(ECOSOC)।