সঠিক উত্তর হচ্ছে: আপাদমস্তক
ব্যাখ্যা: বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস যে সমাসের পূর্বপদে একটি অব্যয় এবং পরপদে একটি বিশেষ্য থাকে এবং অর্থের দিক থেকে পূর্বপদ অর্থাৎ অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। আপাদমস্তক=পদ (পা) হতে মস্তক পর্যন্ত , এটি অব্যয়ীভাব সমাসের উদাহরন\n[তথ্যসুত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, আগষ্ট ১৭, পৃ ৭৪