সঠিক উত্তর হচ্ছে: মালালা ইউসুফজাই
ব্যাখ্যা: \"ডটার অব পাকিস্তান\" বলা হয় মালালা ইউসুফজাঈ কে। তিনি একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। তিনি কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা ও নারী আন্দোলন এর জন্য কাজ করেছেন।