সঠিক উত্তর হচ্ছে: স্টিফেন হকিং
ব্যাখ্যা: Big Bang___________\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\n? ১৯২৪ সালে হাবল দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। \r\n\r\n? বিজ্ঞানীরা দেখান প্রায় চৌদ্দ বিলিয়ন বছর আগে ‘বিগ ব্যাং’ নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে। অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন, এই প্রসারণ কখনোই থেমে যাবে না এবং বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই একটি অন্যটি থেকে দূরে সরে যাবে। \r\n\r\n? জি ল্যামেটর বিগ ব্যাং তত্ত্বটির ব্যাখ্যা প্রদান করে। বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি. ল্যামেটারকে বলা হয় ‘বিগ ব্যাং’ তত্ত্বের প্রবক্তা। \r\n\r\n? অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন, এই প্রসারণ কখনোই থেমে যাবে না এবং বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই একটি অন্যটি থেকে দূরে সরে যাবে। ‘বিগ ব্যাং’ তত্ত্বটি আধুনিক ব্যাখ্যা প্রদান করেন স্টিফেন হকিন্স।\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━