সঠিক উত্তর হচ্ছে: এপসন, ১৯৮১
ব্যাখ্যা: ব্যাখ্যা: \'অসবর্ণ-১ (Osborne-1)\' নামক ল্যাপটপ কম্পিউটার প্রথম তৈরি করে \'অসবর্ণ কম্পিউটার (Osborne Computer )\' নামক কোম্পানি ১৯৮১ সালে। একই বছরের পরবর্তী সময়ে এপসন তৈরি করে \' এপসন এইচএক্স-২০ (Epson HX-20 )\' নামের একটি ল্যাপটপ কম্পিউটার। অপরদিকে \'আইবএম\' (IBM) , \'কমপ্যাক কম্পিউটার\' (Compaq Computer ) ও \'অ্যাপল কম্পিউটার \' ( Apple Computer ) নামক কোম্পানি তিনটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে যথাক্রমে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৮৯ সালে।