সঠিক উত্তর হচ্ছে: মিরপুর
ব্যাখ্যা: মিরপুর বেনারসি পল্লীতে শুরুতে হাতে গোনা দু তিনটি গদিঘর ছিল।\nএই গদিঘর হল বেনারসি শাড়ি তৈরীর কারখানা এবং খুচরা ও পাইকারী বিক্রয় কেন্দ্র।\nএই দু - তিনটি গদিঘর থেকে চাহিদার ভিত্তিতে আরও কিছু গদিঘর প্রতিষ্ঠিত হয়।ঐতিহ্যবাহী এবং পুরনো গদিঘরগুলোর সাথে নতুন কিছু ব্যবসায়ীরা এসে যোগ হলে এলাকাটি একটি পরিপূর্ণ বেনারসি পল্লীতে পরিণত হয়।\n[তথ্যসূত্রঃ দৈনিক সমকাল পত্রিকা ]