সঠিক উত্তর হচ্ছে: ২১
ব্যাখ্যা: দোলনচাপা কাব্য গ্রন্থটি মোট ২১ টি কবিতার সংকলন। ১৯২৩ সালের অক্টোবরে দোলনচাপা প্রকাশিত হয়। কাব্যটির উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে- আজ সৃষ্টি সুখের উল্লাসে, বেলাশেষে, পুবের চাতক, অবেলার ডাক, পূজারিণী, কবি-রাণি ইত্যাদি। মূলত কাব্যটি প্রেম প্রধান একটি কবিতার কাব্য। [তথ্যসূত্রঃ প্রথম আলো সাহিত্যে সাময়িকী]