সঠিক উত্তর হচ্ছে: কাঁদো নদী কাঁদো
ব্যাখ্যা: ‘কাঁদো নদী কাঁদো\' ১৯৬৮ সালে রচিত সৈয়দ ওয়ালীউল্লাহর চেতনা প্রবাহরীতির একটি উপন্যাস। এ উপন্যাসটিতে মূলত হাকিম মুহাম্মদ মুস্তফা নামক এক ব্যক্তির জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা আলোচিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস \'রাইফেল রোটি আওরাত\'। এর রচয়িতা আনোয়ার পাশা। দুই সৈনিক ও নেকড়ে অরণ্য শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]