সঠিক উত্তর হচ্ছে: ৫
ব্যাখ্যা: UNHCR বা (United Nations High Commissioner for Refugees) এর প্রধানের পদবি হলো হাই কমিশনার তিনি মোট ৫ বছরের জন্যে নির্বাচিত হন। তাকে নির্বাচন করে জাতিসংঘ সাধারণ পরিষদ। UNHCR জাতিসংঘের শরণার্থীদের নিয়ে কাজ করে থাকে মূলত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভা। UNHCR মোট দুইবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ১৯৫৪ ও ১৯৮১ সালে।[তথ্যসূত্রঃ UNHCR Offical Website]