সঠিক উত্তর হচ্ছে: টরিক
ব্যাখ্যা: বিষম দৃষ্টি (Astigmatism): চোখের এই ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না। বিষমদৃষ্টি ত্রুটি চিকিৎসায় সিলিড্রিক্যাল লেন্স ব্যবহৃত হয়বর্তমানে \'টরিক কন্ট্যাক্ট লেন্স\' এর ব্যবহারও জনপ্রিয় হয়ে উঠেছে।