সঠিক উত্তর হচ্ছে: শের শাহ
ব্যাখ্যা: শের শাহ ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান বিজয়ী। গ্রান্ড ট্রাঙ্ক রোড (সড়ক-ই-আজম) শের শাহ্ পর অমর কীর্তি, তিনি প্রথম রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন। তিনি মোহর নামে ১৬৯ গ্রেইন ওজনের স্বর্ণমুদ্রা ও দাম নামে তাম্রমুদ্রা চালু করেন। তিনি ডাক ব্যবস্থারও অমূল সংস্কার করেন। তিনি কবুলিয়ত ও বাট্টা প্রথা চালু করেন।