সঠিক উত্তর হচ্ছে: অ্যানোড ও ক্যাথোড
ব্যাখ্যা: ডায়ােড (Diode)\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nডায়ােড একটি দুই প্রান্ত বিশিষ্ট ইলেক্ট্রনিক যন্ত্রাংশ যা বর্তনীতে একমুখী তড়িৎপ্রবাহ ক্ষমতার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও বৈদ্যুতিক উপায়ে ধারকত্ব নিয়ন্ত্রন (ভ্যারিক্যাপ) এবং বিকিরণ, নিঃসরন ও কম্পন সংবেদী ইলেকট্রনিক সুইচ তৈরিতে ডায়ােড ব্যবহৃত হয়। উনিশ শতকের শেষের দিকে তড়িৎ\r\nপবাহ একমুখীকরণ বা রেকটিফিকেশনের দুই ধরনের কৌশল আবিষ্কৃত হয় - থার্মায়ােনিক ডায়ােড, | ক্রিস্টাল ডায়ােড। ডায়ােডের দুটি প্রান্ত হলাে এ্যানােড ও ক্যাথােড।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆