নিচের অপশন গুলা দেখুন
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
- কুসুমের মতো কোমল = কুসুমকোমল
- জায়া ও পতি = দম্পতি
- মহান যে পুরুষ = মহাপুরুষ
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যে মধ্যপদের লোপ\r\n\r\nহয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের কিছু উদাহরণঃ সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ। উল্লেখ্য, মহান যে পুরুষ = মহাপুরুষ (কর্মধারয় সমাস); কুসুমের মতো কোমল= কুসুমকোমল (উপমান কর্মধারয় সমাস);\r\n\r\nজায়া ও পতি = দম্পতি (দ্বন্দ্ব সমাস)।