সঠিক উত্তর হচ্ছে: নবীন তপস্বিনী (নাটক)
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। এছাড়া বুড়ো শালিকের ঘাড়ে রোঁ মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন। পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ভ্রমণকাহিনী। গাজী মিয়ার বস্তানী মীর মশাররফ হোসেন রচিত একটি ব্যারঙ্গরসাত্মক উপন্যাস। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা লেখকঃ সৌমিত্র শেখর ]