সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: সৈয়ত মুজতবা আলী তার বিভিন্ন গ্রন্থে তিনটি ছদ্মনাম ব্যবহার করেন। এগুলো হলো প্রিয়দর্শী, মুসাফির ও সত্যপীর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্বচিৎপ্রৌঢ়, সতীনাথ ভাদুড়ী চিত্রগুপ্ত এবং চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনাম ব্যবহার করেন। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)