সঠিক উত্তর হচ্ছে: 128টি
ব্যাখ্যা: আলফানিউমেরিক কোড (Alphanumeric Code) : বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ (+, -, ×, ÷) আরও কতগুলো বিশেষ চিহ্নের (!, @, #, %, &, $) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে। কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হলো- আসকি কোড, ইউনিকোড, ইবিসিডিআইসি কোড। যেমন : ASCII-7 একটি আলফানিউমেরিক কোড। এ কোডের মাধ্যমে 2⁷ বা 128 টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। অনুরূপভাবে 2⁸ বা 256 টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।